চাঁচল

কাটমানির প্রতিবাদে রক্তাক্ত বিজেপি নেতা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

 

আবারো সংবাদ শিরোনামে কাটমানি ইস্যু। রাজ্যের দেওয়া ১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতেই ফের কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো। কাঠগড়ায় আবারও সেই তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    অভিযোগ, কাটমানির প্রতিবাদ করতে গিয়ে চাঁচলের রায়পাড়ার তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়ার হাতে আক্রান্ত বিজেপি নেতা সন্তোষ রায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী সন্তোষ রায়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে ওই তৃণমূল নেতা বলে অভিযোগ। আক্রান্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

    যদিও কাটমানি তোলার অভিযোগ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগে ফায়দা লুটতে বিজেপির এমন চাল বলে পাল্টা অভিযোগ করেছেন চাঁচলের ব্লক তৃণমূল নেতা শেখ আফসার আলি।